মুম্বাই, ২৯ মার্চ- এবার অবশ্য অভিনেতা-প্রযোজক নিজেই মুখ খুললেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরবাজ পোস্ট করেছেন তাঁর নতুন বান্ধবীর ছবি। ১৭ বছরের বিবাহিত জীবনে ইতি টেনেছেন প্রায় বছর তিনেক হয়ে গেল। আরবাজ খান ও মালাইকা অরোরার এই ডিভোর্স আটকানোর যারপরনাই চেষ্টা করেছিলেন বাবা সালিম খান ও বড় বাই সলমন। কিন্তু... পরবর্তী সময়ে অনেক গুজবই হাওয়ায় ভেসেছে মালাইকাকে নিয়ে। তাঁর সঙ্গে নাম জড়ানো হয় অভিনেতা অর্জুন কপূরেরও। যদিও যথাযথ উত্তর দিয়ে সকলের মুখ বন্ধ করে দেন অর্জুন। তবে তেমন ভাবে কিছু শোনা যায়নি আরবাজ সম্পর্কে। এবার অবশ্য অভিনেতা-প্রযোজক নিজেই মুখ খুললেন। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে আরবাজ পোস্ট করেছেন তাঁর নতুন বান্ধবীর ছবি। নাম আলেজান্দ্রিয়া। ডিএনএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আরবাজ জানিয়েছেন যে, বর্তমানে তিনি আলেজান্দ্রিয়ার সঙ্গেই ডেট করছেন। আলেজান্দ্রিয়ার সঙ্গে আরবাজ (বাঁদিকে), বন্ধু ইওলো মেহরার সঙ্গে (ডানদিকে)। প্রসঙ্গত, ইওলো মেহরা নামে আরও একজনের সঙ্গে দেখা গিয়েছিল আরবাজকে। কিন্তু, ইওলো আমার বন্ধু, বলে সকলকে থানিয়ে দেন অভিনেতা। তবে, কি বড় ভাই সলমনের মতো আরবাজেও বিদেশিনী পছন্দ! সময়েই উত্তর দেবে! আর/১৭:১৪/২৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2obI3TT
March 30, 2017 at 06:00AM
30 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top