বছর তিনেক আগে মালাগা থেকে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান ইসকো। লস ব্লাঙ্কসদের মাঝামাঠে নিজেকে দারুণভাবে মেলে ধরেছেন স্প্যানিশ এই মিডফিল্ডার। এটা কি সহ্য হচ্ছে না চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার? রিয়াল মাদ্রিদের দাবি, ইসকোর প্রতি নজর লেগেছে বার্সেলোনার! এখন নাকি তারকা এই মিডফিল্ডারকে দলে টানতে তার সঙ্গে আলোচনা করছে কাতালান ক্লাবটি। কিন্তু ঘরের ছেলেকে চিরপ্রতিদ্বন্দী বার্সায় যেতে দিতে চায় না রিয়াল। বার্সার নজর ঠেকাতে ইসকোকে আরও ছয় বছরের চুক্তির প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সঙ্গে ইসকোর বর্তমান চুক্তির মেয়াদ হবে ২০১৮ সালের জুনে। তার মানে, আগামী বছরই ২৪ বছর বয়সী মিডফিল্ডারের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ। রিয়াল তো এখনই ইসকোর সঙ্গে সেই চুক্তিটা নবায়ন করতে প্রস্তুত। ইসকো তাতে সাড়া দেবেন কি? নাকি নতুন ঠিকানা হিসেবে বার্সাকে বেছে নেবেন তিনি? সময়ই সব বলে দেবে। আর/১০:১৪/২৫ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mC1jt7
March 26, 2017 at 04:58AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top