ঢাকা, ১৯ মার্চ- জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ভালো থেকো চলচ্চিত্রের শুটিং চলছে নেপালে। নায়ক-নায়িকা থেকে শুরু করে মেকাপম্যান, এক কথায় পুরো ইউনিট এখন নেপালে। কিন্তু অবাক করা ব্যাপার হলো, পরিচালক নিজেই বাংলাদেশে। গত ১৭ মার্চ, শুক্রবার থেকে নেপালে শুটিং চলছে আরিফিন শুভ-তানহা তাসনিয়া অভিনীতি ছবি ভালো থেকোর ছবির গানের চিত্রায়ন। পরিচালক ছাড়া শুটিং করার মতো এমন অপমানজনক কাজের জন্য ছবির পরিচালক রাজু গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে। একাধিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিচালক রাজু জানান, সমিতিতে আমি অভিযোগ করেছি। দেখি, সমিতি কী উদ্যোগ নেয়। পত্রিকা থেকে জানতে পারি ইউনিট এখন দেশের বাইরে, অথচ ছবিটির পরিচালক হিসেবে আমি কিছুই জানি না! নেপালে অবস্থানরত ইউনিট সূত্রে জানা গেছে, ভালো থেকো ছবির প্রযোজক কামাল হাসান এখন নেপালে অবস্থান করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান অভি কথাচিত্রের ব্যবস্থাপনায় নেপালে শুটিং চলছে। উল্লেখ্য, নেপালে অবস্থানরত ইউনিট ২১ মার্চ দেশে ফিরবে বলে জানান তানহা তাসনিয়া। দেশে ফিরেই ছবির ডাবিংয়ে অংশ নিবেন বলেও জানান তিনি। দ্য অভি কথাচিত্র প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন-আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, কাজী হায়াৎ, তানিন সুবহা, আসিফ ইমরোজ, রেবেকা, এমএ শহীদসহ আরও অনেকে। আর/১০:১৪/১৯ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nGdbHE
March 20, 2017 at 03:54AM
19 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top