ঢাকা, ০৮ মার্চ- ফাঁসির মঞ্চ। মঞ্চে কয়েদির পোশাকে দাঁড়িয়ে আছেন ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়ক নিরব। তার সামনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন কয়েকজন জেল পুলিশ। চোখে পড়লো ম্যাজিস্ট্রেট, জেলার আর জল্লাদদের। সবার মধ্যেই উৎকণ্ঠা। খোঁজ নিয়ে জানা গেল, রাত ১২টা বাজলেই নিরবের ফাঁসি! পাবনার এডওয়ার্ড কলেজ শিক্ষার্থী নীলিমা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত নিরবকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন। তবে বাস্তবে এমন দৃশ্য চোখে পরলেও এটা একটি ছবির শুটিং এর দৃশ্য ছিল। পরিচালক রফিক সিকদার পরিচালিত হৃদয় জুড়ে চলচ্চিত্রে নিরবের এ রকম পরিনিতি দেখা যাবে। পরিচালক জানান, গল্পের প্রয়োজনে এমন দৃশ্যের আয়োজন করা হয়েছে। বাকিটা চমক হিসেবে রাখতে চাই। এরই মধ্যে ফাঁসির মঞ্চ থেকে নেমে আসলেন নিরব। কথা হলো তার সঙ্গে। নিরব বলেন, আসলে যদিও এটা সিনেমার দৃশ্য তারপরেও আমাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছে। দৃশ্যের বাস্তবতা ফুটিয়ে তুলতে আমাকে ফাঁসির আসামি হিসেবে ভাবতে হয়েছে । যদিও এটা ছবির দৃশ্য কিন্তু আমার মনের ভিতর একটা অন্য রকম কাজ করেছে। আমি হয়তো অনুভব করছি যে একজন বাস্তব ফাঁসির আসামী কেমন অবস্থা হয়। সব প্রস্তুতি তো বাস্তব ফাঁসির আসামীর মত শুধু ফাঁসিটা হয় না। হৃদয় জুড়ে ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। মঙ্গলবার (৭ মার্চ) থেকে ছবির শুটিং শুরু হয়েছে। চলবে পুরো মার্চ জুড়ে। আর/১৭:১৪/০৮ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m1NhwG
March 09, 2017 at 12:25AM
08 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top