ভুতের ভয়ে বাড়িছাড়া প্রেসিডেন্ট!

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, রিও ডি জেনেইরোঃ প্রাসোদপম বাড়ি ছেড়ে স্ত্রী-পুত্রকে নিয়ে রাস্তায় প্রেসিডেন্ট! এমনটাই ঘটল ব্রাজিলের প্রেসিডেন্ট মাইকেল তেমারের সঙ্গে। সপরিবারে ব্রাসিলিয়ার বিলাসবহুল সরকারি আলভোরাদা প্যালেসে সময়টা ভালোই কাটছিল তেমারের। বিশাল সুইমিং পুল, মেডিকেল সেন্টার, ফুটবল মাঠ, লন-কি নেই সেখানে। তবুও সুখ সইল না। প্যালেসে ঢোকার পর প্রথম রাত থেকেই নানারকম আওয়াজ শুনতে পাচ্ছিলেন তেমার এবং তাঁর স্ত্রী। প্রথমে পাত্তা না দিলেও দিনকয়েকের মধ্যে অন্যরকম গন্ধ পান দুজনে। অশুভ শক্তিকে তাড়াতে ডেকে পাঠান যাজককে। তাতে অবশ্য কোনো কাজ হয়নি। উপায় না দেখে ভূতের ভয়ে বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। চলে যান কাছেই জাবুরু প্যালেসে।



from Uttarbanga Sambad http://ift.tt/2meVWfa

March 12, 2017 at 01:53PM
12 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top