সেনার সমর্থন গায়কোয়াড়কে, দাবি ব্ল্যাকলিস্টে থাকা উচিত এয়ার ইন্ডিয়ার

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ সেনা সাংসদ রবীন্দ্র গায়কোয়াড় তার দলের জন্য ক্রমশ বিভ্রান্তিকর হয়ে উঠেছেন। যেখানে সাংসদ নিজেই স্বীকার করছেন, তাঁর জন্য সঠিক বন্দোবস্ত করতে না পারয় নিজের জুতো খুলে পিটিয়েছেন বিমান কর্মীকে। সেখানে সেনা তাঁকে সমর্থন করে জানায়, বিমান সংস্থার উচিত সাংসদের কাছে ক্ষমা প্রার্থনা করার।

সঞ্জয় রাউথ, শিবসেনার অপর এক নেতা, বলেন, ‘এয়ার ইন্ডায়ার উচিত সাংসদের ওপর আনা তাদের অভিযোগ পূনর্বিবেচনা করা। কাউকে ব্ল্যাকলিস্টে আনার আগে একবার ভেবে দেখা উচিত, যদি সাধারণ মানুষ এই সংস্থাকে ব্ল্যাকলিস্টে রাখে তাহলে কি অবস্থা হবে। আমরা আমাদের সাংসদের সঙ্গে কথা বলব এবং সমস্ত বিষয়টি বিস্তারিতভাবে শুনব। এটাও মাথায় রাখতে হবে, এয়ার ইন্ডিয়ার নিজের অবস্থাও খুব একটা ভালো নয়। আরও অনেককে ব্ল্যাকলিস্টে আনা প্রয়োজন, যাদের জন্য আজকে বিমান সংস্থাটির এই অবস্থা।’ তিনি আরও বলেন, ‘আমরা সাংসদের ব্যবহারকে মোটেই সমর্থন করছিনা। এটা আমাদের দলের নীতি নয়।’



from Uttarbanga Sambad http://ift.tt/2o2jaGR

March 25, 2017 at 02:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top