মাদ্রিদ, ০৪ মার্চ- বুধবার লাস পালমাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৩-৩ গোলের ড্রয়ের ম্যাচটিতে লাল কার্ড পাওয়ায় রিয়াল মাদ্রিদ তারকা গ্যারেথ বেলকে দুই ম্যাচ নিষিদ্ধ করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। পালমাস মিডফিল্ডার জোনাথন ভিয়েরাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেবার দায়ে বেলকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। এর আগে অবশ্য বাজে ভিয়েরাকে বাজেভাবে ফাউল করার অপরাধে হলুদ কার্ড পেয়েছিলেন বেল। দুই ম্যাচ নিষিদ্ধের ফলে এই ওয়েলসম্যান শনিবারের এইবারের বিপক্ষে এ্যাওয়ে ও ১২ মার্চ বেটিসের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে খেলতে পারবেন না। গোঁড়ালির ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পরে গত ১৮ ফেব্রুয়ারি এস্পানেয়লের বিপক্ষে ২-০ গোলের জয়ের ম্যাচটিতে বেল মাঠে ফিরছিলেন। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় টটেনহ্যামের সাবেক এই তারকা ২০টি ম্যাচে ৯ গোল করেছেন। বাসস। এফ/১৫:৫০/০৪মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2m5qBw6
March 04, 2017 at 09:51PM
04 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top