বৈরুত দূতাবাসে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত

a

বাবু সাহা,লেবাননঃবৈরুতে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস আজ শুক্রবার দূতাবাস হলরুমে উদযাপন করা হয়েছে।
দিনের কার্যসূচির শুরুতেই ছিল জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ। প্রথমেই পুস্পস্তবক অর্পণ করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের  হাইকমিশনার আব্দুল মোতালেব সরকার। এরপর  আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।
শুক্রবার বিকাল ৩টায় রাজধানী  বৈরুতে দূতাবাসের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাইকমিশনার আব্দুল মোতালেব সরকার।পরিচালনা করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান সায়েম আহমেদ।সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন সহ কনস্যুলার কর্মকর্তা আবুল হোসেন।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহামুদ আলী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব সায়েম আহমেদ, সহ কনস্যুলার কর্মকর্তা খোরশেদ আলম, আবুল হোসেন ও দিদারুল আলম।

b

আলোচনায় অংশ নিয়ে হাইকমিশনার প্রথমেই শ্রদ্ধাভরে স্মরণ করেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। বঙ্গবন্ধুর ছেলেবেলা অনুকরণীয় উল্লেখ করে অনুষ্ঠানে আগত শিশুদের বঙ্গবন্ধুর জীবনী পাঠ করার আহ্বান জানান। দেশের প্রকৃত ইতিহাস এবং জাতির পিতা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন সম্পর্কে শিশুদের শিক্ষা দেওয়ার আহ্বান জানান।তিনি বক্তৃতায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে লেবানন প্রবাসীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে আহ্বান জানান।

c

দিবসটিকে সামনে রেখে দূতাবাসের উদ্যোগে গত ১২ মার্চ ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আজ আলোচনা পর্ব শেষে  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরা তিন বিজয়ী সহ সবার হাতে পুরস্কার তুলে দেন হাইকমিশনার আব্দুল মোতালেব সরকার।
আলোচনায় অংশ নিয়ে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ লেবানন শাখার নেতৃবৃন্দ।এছাড়াও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2nihF9U

March 18, 2017 at 02:29AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top