গল, ১২ মার্চ- বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টে চতুর্থ দিনের সৌম্য-তামিমদের সুন্দর সূচনা পঞ্চম দিনে বজায় থাকে নি। ফলে ফের পঞ্চম দিনে এসে হেরে গেল বাংলাদেশ। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুশফিক বাহিনী। ফলাফল দ্বিতীয় ইনিংস মাত্র ৬০.২ ওভার স্থায়ী হয়। এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ব্যাটসম্যানদের শটে কোনো ভুল দেখছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। টেস্ট বাঁচাতে ৫ম দিনে টাইগারদের ব্যাট করতে হতো ৯৮ ওভার। কিন্তু ৪৫.২ ওভারেই গুটিয়ে যায় টিম বাংলাদেশ। পরাজয় ২৫৯ রানে। কোনো ব্যাটসম্যান ক্রিজে স্থায়ী হতে পারেন নি! ব্যাটসম্যানদের শট নিয়ে প্রশ্ন উঠলেও বাংলাদেশ অধিনায়ক মুশফিক বলছেন ভিন্ন কথা। মুশফিকের দাবী বাইরের বল খেলতে গিয়েই আউট হয়েছেন ব্যাটসম্যানরা, আর এতে দোষের কিছু দেখছেন না তিনি। এই প্রসঙ্গে মুশফিক বলেন, ভালো বল, স্টাম্পের বল শট করতে গেলে আউট হওয়ার সম্ভাবনা থাকে। তাই বাইরের বল খেলে রান করতে হবে। এটা আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, প্রথম ইনিংসে সাকিবের আউটটার কথা বলি, সেটা দুর্ভাগ্যজনক আউট বলব। আজকে আমার আউট নিয়েও তাই বলব। আমার ক্ষেত্রে লেগ স্লিপ ছিল না। শর্ট ফাইন লেগ ছিল না। আমি যদি এই বলে রান না করি, কোন বলটায় করব। এটা বলতে পারেন, আমরা যেভাবে শটটা খেলা দরকার সেটা পারিনি। ব্যাটের যেখানে শট লাগার দরকার, সেখানে লাগেনি। আমরা চেষ্টা করব সামনে এই সমস্যা কাটিয়ে উঠতে। আর/১২:১৪/১২ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mxsl3k
March 12, 2017 at 06:49AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top