মুম্বাই, ১৭ মার্চ- অনেক আগেই হিন্দি ছবি প্রযোজনার ঘোষণা দিয়েছিল বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। শোনা গিয়েছিল, কাজী হায়াতের হিট ছবি আম্মাজান-এর হিন্দি রিমেক দিয়ে বলিউডযাত্রা শুরু করবে প্রতিষ্ঠানটি। সেই ভাবনা থেকে সরে এসেছে তারা। তবে হিন্দি ছবি নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত। নাম ঠিক না হওয়া ছবিটির নায়িকা বলিউডের শ্রদ্ধা কাপুর। গতকাল জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ জানান, শ্রদ্ধার সঙ্গে আমাদের কথা হয়েছে। তিনি রাজি, তবে এখনো তাঁকে চুক্তিবদ্ধ করিনি। সামনের বছরই শুটিংয়ে যাব, সেভাবেই এগোচ্ছি। পরিচালনা করবেন মুম্বাইয়ে নামি এক পরিচালক। তবে গল্প আমাদের, চিত্রনাট্য তৈরি করেছে জাজ মাল্টিমিডিয়া টিম। ছবিতে শ্রদ্ধার নায়ক কে হবেন, সেটা এখনো চূড়ান্ত হয়নি। যদি বাংলাদেশের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হয় তাহলে বাংলাদেশের কোনো অভিনেতাই থাকবেন। হিন্দি ছবি নির্মাণ প্রসঙ্গে এই প্রযোজক বলেন, আমি তো ব্যবসায়ী। সব দিক চিন্তা করেই বলিউডে ঢোকার সিদ্ধান্ত নিয়েছি। হিন্দি ছবিতে লাভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। শুধু বলিউড কেন, হলিউডের ছবিও করব আমরা। আর/১৭:১৪/১৭মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nuqiPc
March 17, 2017 at 10:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top