হোম কান্ডে গ্রেফতার ২

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, জলপাইগুড়িঃ জলপাইগুড়ি হোম কান্ডে গ্রেফতার করা হল দার্জিলিং-এর জেলা শিশু সুরক্ষা আধিকারিক (ডিসিপিও) মৃণাল ঘোষ এবং শিশু কল্যান কমিটির কর্তা ডা: দেবাশিষ চন্দকে।

সূত্রের খবর, শুক্রবার বিকেল থেকে দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ২ জনকেই গ্রেফতার করা হয়। চাকরি পাওয়ার আগে এই ২ জন ডিসিপিও বিভিন্ন হোমের সঙ্গে যুক্ত ছিলেন।

এই ঘটনায় এদিন সন্ধ্যায় জলপাইগুড়ির ডিসিপিও সশ্মিতা ঘোষ-কেও জেরা করা হয়। তবে, তাকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে।

ধৃত দুজনকে শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে।



from Uttarbanga Sambad http://ift.tt/2mmtSda

March 03, 2017 at 10:38PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top