শিবগঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতির বৃত্তি পরীক্ষার ফল ঘোষনা

শিবগঞ্জস্থ বাংলাদেশ কিন্ডারগার্টেন সমিতি (বিকেএস) ২০১৬ সালের চাঁপাইনবাবগঞ্জ জেলাব্যাপী আয়োজিত প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ‘কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। সমিতির সভাপতি জামালুল ইসলাম ও সাধারণ সম্পাদক তোফিকুল ইসলাম বুধবার সকালে সমিতির কার্যালয়ে ফলাফল ঘোষনা করেন।
প্রতিবছর সমিতির বৃত্তি পরীক্ষার পূর্বঘোষিত নীতিমালা অনুযায়ী বৃত্তি বন্টন এবং বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলেও এবার ট্যালেন্টপুল গ্রেডে ৫% বৃত্তি প্রদানের হার অপরিবর্তিত রেখে বিভিন্ন স্কুলের আবেদন ও চাহিদার প্রেক্ষিতে সাধারণ গ্রেডে ২৫% এর স্থলে ৫% বাড়িয়ে ৩০% বৃত্তি প্রদান করা হয় এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের বৃত্তির টাকা ও সনদপত্র আগামী মে মাসের মধ্যে প্রদান করা হবে বলে জানানো হয়।
৩৯ টি বিদ্যালয়ের ৮৩০ জন শিক্ষার্থীর মধ্যে বিভিন্ন শ্রেনীর ট্যালেন্টপুলে ৪৬ জন ,সাধারন গ্রেডে ২৫০ জন এবং বিশেষ গ্রেডে ১০ জন বৃত্তি পেয়েছে।
উল্লেখ্য  এ সমিতির বৃত্তি পরীক্ষা গতবছরের ২২ ও ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ০১-০৩-১৭


from Chapainawabganjnews http://ift.tt/2mES1sS

March 01, 2017 at 05:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top