ইসলামাবাদ, ০২ মার্চ- চলতি বছরের নভেম্বরে পাকিস্তান সফরে যাবে টাইগাররা। পাকিস্তানের বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম এমন সংবাদ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে নাকি পাকিস্তান ক্রিকেট বোর্ডের ইতিবাচক আলোচনা হয়েছে। চলতি মাসেই বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তানে যাবেন। তারা সেখানে বিভিন্ন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। তারপর দ্বিপাক্ষিক সিরিজের বিষয়ে আলোচনা এগিয়ে যাবে। এ বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা বুধবার সংবাদমাধ্যমকে বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে একটি দ্বিপাক্ষিক সিরিজ পাকিস্তানে আয়োজনের বিষয়ে কথা-বার্তা চালিয়ে যাচ্ছি। আশা করছি সবকিছু আমাদের পক্ষেই যাবে। সবকিছু ঠিকঠাক থাকলে আসন্ন নভেম্বরে দ্বিপাক্ষিক সিরিজটি লাহোরে অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, গেল কয়েক বছরে আমাদের জাতীয় দল দুইবার বাংলাদেশ সফর করেছে। চলতি বছরের জুলাইতে আরো একবার আমরা বাংলাদেশ সফরে যাব। আশা করছি বিসিবি আমাদের আমন্ত্রণটি সম্মানের সঙ্গে বিবেচনা করবে। দ্বিপাক্ষিক সিরিজের প্রতি তাদের যে সম্মান সেটা তারা রাখবে। বাংলাদেশের নিরাপত্তা পর্যবেক্ষক দল ও পরিদর্শক দল পাকিস্তান সুপার লিগের ফাইনাল দেখতে লাহোরে আসবে। তারা ফাইনাল উপভোগ করার পাশাপাশি বিদেশি দলকে কীভাবে এবং কী পরিমাণ নিরাপত্তা দেওয়া হয় সেটা পর্যবেক্ষণ করবে। আসলে এটা আমাদের জন্যও একটা সুযোগ। কারণ, আমরা সব সময়ই খেলোয়াড় ও কর্মকর্তাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার বিষয়ে সচেতন। সেটা তাদের আমরা দেখাতে পারব। যোগ করেন তিনি। তথ্যসূত্র : জিও টিভি, পাকিস্তান ডিফেন্স, ডেইলি সান নিউজ ও বিজনেস রেকর্ডার এফ/০৯:৫৬/০২মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lBiero
March 02, 2017 at 03:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top