সংসদে মহিলা সংরক্ষণ নিয়ে প্রশ্ন রাষ্ট্রসংঘের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সংসদে মহিলা প্রতিনিধিত্বের সংখ্যায় পিছিয়ে রয়েছে ভারত। রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যার ক্ষেত্রে ১৯৩টি দেশের মধ্যে ১৪৮ স্থানে রয়েছে ভারত। বিষয়টি নিয়ে চিন্তিত রাষ্ট্রসংঘের মহিলা শাখার প্রধান ফুমজিলে মিলাম্ব-ন্যুকা। এই নিয়ে তিনি সংসদে মহিলা সংরক্ষণ নিয়ে প্রশ্ন করেন।

ভারতের লোকসভায় ৫৪২টি আসনে ৬৪ অর্থাৎ মাত্র ১১.৮ শতাংশ আসনে রয়েছে মহিলা সদস্য। মাত্র ১১ শতাংশ মহিলা প্রতিনিধিত্ব রয়েছে রাজ্যসভাতেও। রাজ্যসভায় ২৪৫ জন সদস্যদের মধ্যে মাত্র ২৭ জন রয়েছেন নারী। মন্ত্রীসভার ক্ষেত্রে ক্রমতালিকায় ভারতের স্থান ৮৮ নম্বরে। যেখানে বিদেশমন্ত্রীর দায়িত্বে রয়েছেন সুষমা স্বরাজ এবং স্পিকারের দায়িত্বে রয়েছেন সুমিত্রা মহাজন।

ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের মহাসচিব মার্টিন চুংগংও ভারতে মহিলাদের ক্ষমতায়নের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ভারতে সংসদে লিঙ্গবৈষম্য দূর করতে অবিলম্বে মহিলা সংরক্ষণ চালু করা উচিত।

রাষ্ট্রসংঘের সংশয়, এরকম চলতে থাকলে ভারতে লিঙ্গসাম্য আসতে ৫০ বছর সময় লেগে যাবে।

ভারতে ১৯৯৬ সালে সংসদ এবং রাজ্য বিধানসভাগুলিতে ৩৩ শতাংশ সংরক্ষণ বিল নিয়ে প্রথম কথা হয়। তারপর ২০ বছর পেরিয়ে গেলেও ওই বিল পাশ হয়নি। ইউপিএ সরকার রাজ্যসভায় বিলটি পাশ করাতে চেষ্টা করলেও অন্যান্য পার্টির বাধায় তা লোকসভায় পাশ করাতে ব্যর্থ হয়।



from Uttarbanga Sambad http://ift.tt/2mxLLCD

March 16, 2017 at 08:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top