হ্যামিলটন, ২৭ মার্চ- উড়ে এল বাউন্সার, ছোঁড়া হলো ইয়র্কার। চ্যালেঞ্জ জানাল রিভার্স সুইং আর নিখুঁত লাইন-লেংথ। দিনজুড়ে সব সামলে নিলেন কেন উইলিয়ামসন। সোজা ব্যাট, আলতো হাত; রক্ষণ আর আক্রমণে চোখ জুড়ানো সৌন্দর্য। মাইলফলক ছোঁয়ার দিনে অসাধারণ এক অপরাজিত ইনিংসে নিউ জিল্যান্ডকে এগিয়ে নিলেন অধিনায়ক। নিউ জিল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন উইলিয়ামসন। গড়েছেন দেশের হয়ে দ্রুততম ৫ হাজার রানের রেকর্ড। দিন শেষে অপরাজিত ১৪৮ রানে। হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউ জিল্যান্ড করেছে ৪ উইকেটে ৩২১। সোমবার শেষ সেশনে তিন উইকেট নিয়ে লড়াইয়ে ফিরেছে দক্ষিণ আফ্রিকা। ৬ উইকেট হাতে নিয়ে প্রথম ইনিংসে ৭ রানে এগিয়ে নিউ জিল্যান্ড। বিনা উইকেটে ৬৭ রান নিয়ে দিন শুরু করেছিল নিউ জিল্যান্ড। উদ্বোধনী জুটি এগোয়নি আর বেশি দূর। ৫০ ছুঁয়েই ফিরে যান টম ল্যাথাম। জিত রাভাল ও কেন উইলিয়ামসন এরপর গড়েন অসাধারণ এক জুটি। সকালের সেশনে দুর্দান্ত বোলিং করেছেন মর্নে মর্কেল। খারাপ করেননি ফিল্যান্ডারও। কিন্তু দুই কিউই ব্যাটসমানের সামনে মুখ থুবড়ে পড়ে সব প্রচেষ্টা। চোয়ালবদ্ধ প্রতিজ্ঞায় উইকেট আঁকড়ে রাখেন রাভাল। উইলিয়ামসন বরাবরের মতেই খেলেছেন দৃষ্টিনন্দন সব শট। দ্বিতীয় সেশনে কোনো উইকেট হারায়নি নিউ জিল্যান্ড। রাভাল এগিয়ে যাচ্ছিলেন প্রথম সেঞ্চুরির দিকে। শেষ পর্যন্ত দ্বিতীয় নতুন বলে তাকে ফেরালেন মর্কেল। ডানহাতি ওপেনার ৮৮ করেছেন ২৫৪ বলে। দ্বিতীয় উইকেটে জুটি ১৯০ রানের। উইলিয়ামসনের সেঞ্চুরি হয়ে গেছে তার আগেই, টেস্টে যেটি তার ১৭তম সেঞ্চুরি। ছুঁয়েছেন মার্টিন ক্রোর রেকর্ড। দ্রুততম ৫ হাজার রানে ছাড়িয়েছেন ক্রোকেই। ১১০ ইনিংসে স্পর্শ করলেন এই মাইলফলক, ক্রোর লেগেছিল ১১৭ ইনিংস। সব কিছুই বলছে, ক্রোকে ছাড়িয়ে নিউ জিল্যান্ডের সর্বকালের সেরা হওয়ার পথে ভালোভাবেই আছেন উইলিয়ামসন। সারাদিনে খুব সুবিধে করতে না পারলেও দ্বিতীয় নতুন বলে নিল ব্রুম ও হেনরি নিকোলসকে ফেরান কাগিসো রাবাদা। দ্রুত ৩ উইকেট হারিয়ে একটু অস্বস্তিতে পড়ে কিউইরা। তবে ভরসা হয়ে আছেন উইলিয়ামসন। ১৪ চার ও ৩ ছক্কায় অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন ১৪৮ রানে। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩১৪ নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ১০৪ ওভারে ৩২১/৪ (আগের দিন ৬৭/০) (ল্যাথাম ৫০, রাভাল ৮৮, উইলিয়ামস ১৪৮*, ব্রুম ১২, নিকোলস ০, স্যান্টনার ১৩*; ফিল্যান্ডার ০/৫৯, মর্কেল ২/৭৪, রাবাদা ২/৮৩, মহারাজ ০/৭১, দুমিনি ০/১৮, এলগার ০/১৩)। আর/১৫:১৪/২৭ মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nZnE44
March 27, 2017 at 09:14PM
27 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top