গঙ্গা-যমুনা জীবন্ত, রায় উত্তরাখণ্ড হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, উত্তরাখণ্ডঃ ঐতিহাসিক রায় দিল উত্তরাখণ্ড হাইকোর্ট। ভারতের প্রথম জীবন্ত সত্ত্বার আখ্যা পেল গঙ্গা ও যমুনা নদী। ভারতীয় সংবিধান অনুযায়ী প্রত্যেক নাগরিকের যেসমস্ত মৌলিক অধিকার রয়েছে, তার সবই বর্তাবে এই দুই নদীর ওপর।

উত্তরাখণ্ড হাইকোর্ট আরও জানায়, ভারতের পবিত্রতম নদীকে পরিস্কার রাখা এবং আরও ভালো রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রের উচিত একটি গঙ্গা অ্যাডমিনিস্ট্রেশন বোর্ড গঠন করা।

গঙ্গার চারপাশে পাথর খনন নিয়ে একটি মামলার ভিত্তিতে এই রায় দিয়েছে আদালত।

গত শুক্রবার উত্তরাখণ্ড হাইকোর্ট কেন্দ্র ও রাজ্য সরকারকে গঙ্গা দূষণের ব্যাপারে বলে, হারিয়ে যাওয়া সরস্বতী নদীর সন্ধানে যতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, তার একাংশও গঙ্গা সংরক্ষণ ও পরিস্কার রাখার ক্ষেত্রে করা হচ্ছে না। সুপ্রিমকোর্ট গঙ্গা ইস্যুতে ক্যাগ-কে আগামী ছয় মাসের মধ্যে রাষ্ট্রপতির কাছে একটি রিপোর্ট জমা করার নির্দেশ দিয়েছে।

প্রসঙ্গত, গঙ্গা ও যমুনা নদীই জীবন্ত সত্ত্বার মর্যাদাপ্রাপ্ত প্রথম নদী নয়। এর আগে নিউজিল্যান্ডের ১৪৫ কিলোমিটার দীর্ঘ হোয়াংগানুই নদীকে জীবন্ত আখ্যা দেওয়া হয়েছে।

প্রকৃতির অধিকারকে সাংবিধানিকভাবে স্বীকার করে নিয়েছে ইকুয়েডর। বিশ্বের ইতিহাসে এটি প্রথম দেশ। ২০০৭-০৮ সালে পুনরায় তৈরি হওয়া তাদের নতুন সংবিধানে একটি নতুন অধ্যায় রয়েছে, যার নাম প্রকৃতির অধিকার।



from Uttarbanga Sambad http://ift.tt/2mPlgsG

March 21, 2017 at 02:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top