বৈষ্ণবনগরে উদ্ধার বোমা-মাদক, গ্রেফতার ৪

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কালিয়াচকঃ বৈষ্ণবনগরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে পোস্ত ফলের খোসা সহ প্রচুর পরিমাণ বোমা উদ্ধার করল পুলিশ। এনিয়ে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের অন্তর্গত কুম্ভীরা গ্রাম পঞ্চায়েতের হাদিনগর গ্রামে।

জানা গিয়েছে, সম্প্রতি কালিয়াচক ও বৈষ্ণবনগর থানা এলাকায় বেআইনি মাদক ও জাল নোটের কারবার রুখতে বিশেষ অভিযান শুরু করেছে পুলিশের স্পেশাল ফোর্স। সেই অভিযানের মধ্যেই সোমবার পুলিশের কাছে খবর আসে, কুম্ভীরার হাদিনগর গ্রামের ফণি মণ্ডলের বাড়িতে প্রচুর পরিমাণ পোস্ত ফলের খোসা মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে সেদিন মাঝরাতে বৈষ্ণবনগর থানার আইসি সঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে ফণি মণ্ডলের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই বাড়ির একাংশে পাওয়া যায় প্রচুর পরিমাণ মাদক ফলের খোসা। আরও তল্লাশি চালালে দেখা যায়, ওই বাড়ির শৌচাগারের মধ্যে রাখা আছে ৭টি ব্যাগ। সেই ব্যাগগুলির ভিতর রাখা আছে তাজা বোমা। এরপরই গোটা বাড়ি ঘিরে ফেলা হয়।

মঙ্গলবার সকালে বোমা নিষ্ক্রিয় করতে পৌঁছায় বম্ব স্কোয়াড। এই ঘটনায় অভিযুক্ত নেতা সহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও ধৃতরা কেউ শাসকদলের নয় বলে মন্তব্য করেছেন জেলা তৃণমূল সভাপতি। ধৃতদের বুধবার জেলা আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।



from Uttarbanga Sambad http://ift.tt/2mxJuu6

March 07, 2017 at 11:07PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top