মুম্বাই, ০৫ মার্চ- বেকার জীবন থেকে রোজগেরে জীবনে প্রবেশ। পায়ের তলায় শক্ত মাটি পাওয়া। স্বনির্ভর নতুন একটা জীবন। বাবা-মার দেওয়া টিফিনের পয়সা বাঁচানো নয়, নিজে উপার্জন করা টাকা। সেই টাকা নিয়ে উন্মাদনা তো থাকবেই। প্রথম উপার্জিত টাকা দিয়ে কেউ স্মরণীয় কিছু কেনেন, কেউ আবার খরচ করেন না। কেউ বাবা-মার হাতে তুলে দেন। কেউ আবার প্রিয়জনের মধ্যে তা ভাগ করে দেন। বলি-তারকা শাহরুখ খান ও এর ব্যতিক্রম নন। ছোট থেকেই তাজমহল দেখার ইচ্ছে ছিল শাহরুখের। জীবনে প্রথম বেতন পেয়েছিলেন ৫০ টাকা। সেই টাকা দিয়েই ট্রেনে চেপে আগরা চলে গিয়েছিলেন তাজমহল দেখতে। এফ/১৫:৫০/০৫মার্চ



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2mFZJWO
March 05, 2017 at 09:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top