ওসমানীনগরে চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের জামানত বাজেয়াপ্ত

images-4-300x166

বিশ্বনাথ (সিলেট )প্রতিনিধি :: সিলেটের নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী শিব্বির আহমদ, ফুটবল প্রতীকের স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শারমিন আক্তার ও কলস প্রতীকের আরেক স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হুছনা বেগম জামানত হারিয়েছেন। নির্বাচনী আইন অনুযায়ী মোট কাস্টিং ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোটের চেয়ে কম ভোট পাওয়ায় এই তিন প্রার্থী জামানত হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবুল লায়েছ দুলাল।

গত সোমবার ওসমানীনগর প্রথম উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এ নির্বাচনে ১লাখ ৩০হাজার ৪শ’ ৬০জন ভোটারের মধ্যে ৫৩হাজার ৭শ’১০জন ভোটার ভোট প্রয়োগ করেন। নির্বাচনে জাতীয় পার্টি মনোনিত চেয়ারম্যান প্রার্থী শিব্বির আহমদ ৩ হাজার ৮শ’৪৮ ভোট পেয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার ৫ হাজার ৯শ’ ৯০ ভোট পেয়েছেন ও অপর স্বতন্ত্র মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হুছনা বেগম ৩ হাজার ৮শ’ ৪৫ ভোট পেয়েছেন। যা প্রয়োগকৃত ভোটের ৮ভাগের ১ ভাগ ৬ হাজার ৭শ’১৬ ভোটের চেয়ে কম। এ কারণে এ তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2lDN1HZ

March 08, 2017 at 07:18PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top