মুম্বাই, ২০ মার্চ- তারকা হিসেবে তো বটেই, বাবা হিসেবেও সবার সেরা বলিউড বাদশাহ শাহরুখ খান। পৃথিবীর যেকোন কিছুর বিনিময়ে তিনি যে শুধু তার সন্তানদের ভালোবাসেন, সেটি প্রমাণ করলেন আবারও। জানালেন, সন্তানদের সঙ্গে আরও বেশি সময় থাকতে চান তিনি। আরও বেশিদিন বাঁচার জন্য ধূমপান-মদ্যপান আর নয়। একটি সাক্ষাৎকারে কিং খানের কাছে প্রশ্ন রাখা হয়, ৫০ বছর বয়সে আব্রামের বাবা হয়েছেন তিনি। ছোট ছেলের সঙ্গে যথেষ্ঠ সময় কাটাতে পারেন কি? এ প্রসঙ্গে কিং খান বলেন, হ্যাঁ, এই একটি ব্যাপার নিয়ে আমি সবসময় চিন্তা-ভাবনা করি। এমনকি গত রাতেও করেছি। এ কারণে ধূমপান ও মদ্যপান ছেড়ে সুস্বাস্থ্য জীবন-যাপনের পরিকল্পনা করছি। তিনি আরও বলেন, ৫০ বছরে বাবা হওয়া সত্যিই অসাধারণ। এটি আমাকে আরও বেঁচে থাকার সাহস দেয় এবং ভালোবাসাকে আরো ভালো করে উপলব্ধি করতে শেখায়। এমনকি আমি আমার সন্তানদের সঙ্গে আরও ২০-২৫ বছর কাটাতে চাই। যার ফলে আমাকে সুস্থ জীবন যাপন করতে হবে। তাই ধূমপান ও মদ্যপান বাদ দেওয়ার পরিকল্পনা করছি। ধূমপান ও মদ্যপানের বদ অভ্যাস ত্যাগ করার কথা এর আগেও বহুবার বলেছিলেন শাহরুখ। কিন্তু সেটি সঠিকভাবে মানতে পারছিলেন না তিনি। তবে এই অভ্যাস পরিবর্তন ও স্বাস্থ্যকর জীবন-যাপনের পরিকল্পনা করছেন অবশেষে। খুব অল্প বয়সে তিনি তার মা বাবাকে হারিয়েছেন। তিনি চান না, তার সন্তানেরাও তার অভাব অনুভব করুক। সূত্র- ডেকান ক্রনিকলস আর/১২:১৪/২০ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2n4u28r
March 20, 2017 at 06:34AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন