কুমিল্লায় সীমা-সাক্কুর মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক ● কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের আঞ্জুম সুলতানা সীমা ও বিএনপির মনিরুল হক সাক্কুসহ চার জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হয়েছে একজনের প্রার্থিতা।

রোববার সকালে শুরুতেই যাচাই-বাছাই করা হয় মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র। কাউন্সিলর প্রার্থীদের যাচাই বাছাই চলবে সোমবার পর্যন্ত।

আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রার্থী ছাড়া বৈধ ঘোষিত অন্য দুই মেয়র প্রার্থী হলেন জাসদের (একাংশ) শিরিন আক্তার এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) সোহেবুর রহমান।

নির্বাচনে অংশ নিতে প্রার্থিতা জামা দেয়া সাবেক সেনা কর্মকর্তা মামুনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এর কারণ জানতে চাইলে রিটার্নিং রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ৩০০ ভোটারের সমর্থনসূচক তালিকা থাকতে হয়। কিন্তু তিনি ৩০৫ জনের তালিকা দিয়েছেন। তাই তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী ৩০ মার্চ কুমিল্লা সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



from Comillar Barta™ http://ift.tt/2n1sf12

March 05, 2017 at 03:28PM
05 Mar 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top