উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে প্রথমবার যৌথভাবে ভারতের দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বীন ও রবীন্দ্র জাদেজা। মঙ্গলবার দ্বিতীয় টেস্টে জয়ের পর বুধবার আবার সুখবর টিম ইন্ডিয়ার জন্য। এই তালিকার শীর্ষে ছিলেন অশ্বীন। দ্বিতীয় স্থানে ছিলেন জাদেজা। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের পর শীর্ষস্থানে অশ্বীনকে ধরে ফেলেন জাদেজা। সৌজন্যে দ্বিতীয় টেস্টের দুই ইনিংসের ৭ উইকেট। এই দুই বোলাররেই সংগ্রহ ৮৯২ পয়েন্ট।
দূর্ধর্ষ পারফরম্যান্সের জেরেই প্রথমবার আইসিসি-র বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে পৌঁছলেন জাদেজা। আইসিসি-র পক্ষ থেকে বুধবার একথা জানানো হয়েছে।
এর আগে ২০০৮ সালে প্রথমবার আইসিসি র্যাঙ্কিংয়ের যুগ্মভাবে প্রথমস্থানে ছিলেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার স্পিনার মুথাইয়া মুরলীধরন।
অন্যদিকে, চলতি সিরিজে এখনও সেভাবে রান না পাওয়ায় ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থান থেকে নেমে তৃতীয় স্থানে চলে এলেন বিরাট কোহলি। কোহলির চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলেন অস্ট্রেলিয়ার জো রুট। কোহলির ঝুলিতে ৮৪৭ পয়েন্ট। অস্ট্রিলিয়ার ক্যাপ্টেন স্টিভ স্মিথ ৯৩৯ পয়েন্টের সঙ্গে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম হয়েছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2nddpVE
March 08, 2017 at 03:35PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন