বিজেপি-র ঐতিহাসিক জয়ঃ নরেন্দ্র মোদি

উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, নয়াদিল্লিঃ নয়াদিল্লি: উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি। সপা-কং জোটকে পিছনে ফেলে ৩০০-এর বেশি আসনে জয়ী হয়েছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই জয়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন রাজ্যের জনগনকে।

শনিবার ফল ঘোষণার পর নরেন্দ্র মোদি ট্যুইট করে বলেন, ‘সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছ থেকে সমর্থন পেয়েছে বিজেপি, যা নজিরবিহীন।’

এদিন মোদি আরও বলেন, ‘উত্তরপ্রদেশের মানুষকে ধন্যবাদ। বিজেপি-র ঐতিহাসিক জয়। সুশাসন ও উন্নয়নের জয়। বিজেপি তত্পরতার ও সক্ষমতার সঙ্গে মানুষের সেবা করবে। দেশের জনগনকে এই আশ্বাস দিচ্ছি।’



from Uttarbanga Sambad http://ift.tt/2nq8vEC

March 11, 2017 at 09:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top