খড়গপুর, ০৩ মার্চ- শেকড় ভুলতে নেই। ভোলেননি ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে কাজ করতেন খড়গপুর স্টেশনে ট্রেনের টিটি হিসেবে। সময় কাটতো টমাসের চায়ের দোকানে। ১৩ বছর পর সেই টমাসকে চিনতে ভুল হয়নি ধোনির। পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতেই যেন একসঙ্গে ডিনারও করলেন দুজন। টেস্ট থেকে আগেই অবসর নিয়েছেন। নেতৃত্ব ছেড়েছেন বাকি ফরম্যাটগুলোরও। তাই আপাতত ছুটি ক্যাপ্টেন কুলএর। তাতে কি, ক্রিকেট ছেড়ে কি বসে থাকা যায়! তাই তো কলকাতায় বিজয় হাজারে ট্রফিতে নিজের দল ঝাড়খণ্ডের হয়ে নেমে গেলেন। আর ম্যাচ শেষে দেখা হলো খড়্গপুর রেল স্টেশনের চা দোকানি টমাসের সঙ্গে। কে সেই টমাস? ধোনিকে নিয়ে তৈরি চলচ্চিত্র এমএস ধোনি, দ্য আনটোল্ড স্টোরির সৌজন্যে তা ভক্তদের জানা হয়েছে এরই মধ্যে। ১৩ বছর পর টমাসের কথা একটুও ভোলেননি ধোনি। ইডেন গার্ডেনের বাইরে অপেক্ষারত টমাসের সঙ্গে দেখা হতেই বুকে টেনে নিয়েছেন। ওইদিন সন্ধ্যায় একসঙ্গে ডিনারও করলেন। যেন মনে করিয়ে দিলেন, সেই সংগ্রামের সময়টার কথা। নিজের জীবনে এমন কিছু টমাসের কারণেই আজ ধোনি হয়ে উঠেছেন বিশ্বসেরাদের একজন। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস আর/১৫:১৪/০৩ মার্চ
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2lBi8Pp
March 03, 2017 at 10:14PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন