উত্তরবঙ্গ সংবাদ পোর্টাল, কলকাতাঃ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তা সত্ত্বেও দেখা গেল আমানবিকতা। কাটা পা নিয়ে ঘুরতে হল রোগী ও তাঁর পরিবারের সদস্যদের।
বুধবার সকালে দক্ষিণ ২৪ পরগণার কুলতলিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন সুনীল পাত্র নামে এক ব্যক্তির। লরির ধাক্কায় তাঁর এক পা কাটা পড়ে। সেইসময় সুনীলবাবুকে গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতায়। দুপুরে তাঁকে সল্টলেকের হার্ট ক্লিনিকে নিয়ে যাওয়া হলে সেখানে অপারেশন সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়।
এরপর সুনীলবাবুকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখান ভর্তির জন্য মোটা টাকা চায় হাসপাতাল কর্তৃপক্ষ। প্রথমে ৫০ হাজার টাকা ও পরে ২ লক্ষ টাকা দাবি করা হয় বলে জানায় রোগীর পরিবারের সদস্যরা।
অবশেষে সেখান থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর এসএসকেএম-এ রোগীকে ভর্তি নেওয়া হয়। দুর্ঘটনার পর এতক্ষণ কেটে যাওয়ার পর রোগীর পা জোড়া সম্ভব হবে কিনা তা নিয়ে চিন্তিত চিকিত্সকেরা। তবে অস্ত্রোপচার করা হবে বলে জানা গিয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2mwNHeL
March 16, 2017 at 03:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন