নয়াদিল্লি, ১৭ এপ্রিলঃ দুবাইয়ের ১৬৩ ফ্লোরের বুর্জ খলিফা এবং মুম্বইয়ের মেরিন ড্রাইভের থেকে উঁচু একটি গ্রিন বুলেভার্ড তৈরির উদ্যোগ নিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নিতীন গড়করি। মুম্বইয়ে পোর্ট ট্রাস্ট সংলগ্ন একটি বিশাল জমিও চিহ্নিত করা হয়েছে। কেন্দ্রের সম্মতি পেলেই এই প্রকল্পের কাজ শুরু হবে।
এপ্রসঙ্গে, নিতীন গড়করি বলেছেন, ‘আমরা (মুম্বই পোর্ট ট্রাস্ট) মুম্বইয়ের এক নম্বর ল্যান্ডলর্ড। তাজ হোটেল, ব্যালার্ড এস্টেট, রিলায়েন্স বিল্ডিং এই বিল্ডিংগুলির মালিক পোর্ট ট্রাস্ট। পোর্ট সংলগ্ন একটি বিশাল জমিতে আরও উন্নত প্রকল্প রয়েছে আমাদের। এই পরিকল্পনা প্রস্তুত। এখন শুধুমাত্র কেন্দ্রের সম্মতির অপেক্ষায়।’
কেন্দ্রীয় মন্ত্রী আরও বলেন, ‘আমরা কোনও বিল্ডার্স এবং ইনভেস্টারদের হাতে ওই জমি তুলে দেব না। আমরা ওই এলাকার উন্নতি করব। সেখানে সবুজায়ন তৈরি করা হবে। ম্যারিন ড্রাইভের চেয়েও উঁচু একটি স্মার্ট রোড তৈরি করা হবে। বুর্জ খলিফার চেয়েও উঁচু একটি ঐতিহাসিক ল্যান্ডমার্ক তৈরি করা হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2ptucWk
April 17, 2017 at 08:13PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন