ঢাকা, ২০ এপ্রিল- ঢাকায় এসে পৌঁছেছেন ভারতীয় অভিনেতা নাসিরুদ্দিন শাহ, তাঁর স্ত্রী অভিনেত্রী রত্না পাঠক শাহ ও মেয়ে হিবা শাহ। বৃহস্পতিবার বেলা ১১টা ১০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি বিমানযোগে ভারতের মুম্বাই থেকে ঢাকায় পৌঁছান তাঁরা। কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন ব্লুজ কমিউনিকেশনের মুখপাত্র মি. প্রতীক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় নাসিরুদ্দিনের দল মোটালি পরিবেশন করবে নাটক ইসমাত আপা কে নাম। গতকাল দলের বাকি সদস্যরা ঢাকায় পৌঁছেছেন। নাটকটি নির্দেশনা দিয়েছেন নাসিরুদ্দিন শাহ। এতে তিনি অভিনয়ও করেছেন। তাঁর সঙ্গে অভিনয় করেছেন রত্না পাঠক ও হিবা। সিটি ব্যাংক নিবেদিত এই নাটকে খ্যাতিমান লেখক ইসমত চুঘতাইয়ের স্পষ্টবাদী ও বৈপ্লবিক লেখনীর মঞ্চরূপ দিয়েছেন নাসিরুদ্দিন শাহ্। চুই মুই, ঘরওয়ালি ও মুঘল বাচ্চা- গল্প তিনটির মধ্য দিয়ে নির্দেশক ও শিল্পীরা তুলে ধরেছেন পুরুষনিয়ন্ত্রিত সমাজে নারী ও তাঁর অস্তিত্ব রক্ষার ভিন্ন তিন কাহিনী। আর/১৭:১৪/২০ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oukQIa
April 21, 2017 at 12:55AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top