দিল্লিতে তিন পৌরসভা নির্বাচন শুরু

নয়াদিল্লি, ২৩ এপ্রিলঃ দিল্লিতে শুরু তিন পৌরসভা নির্বাচন। উত্তর, দক্ষিণ ও পূর্ব দিল্লি পৌরসভায় মোট ২৭২টি আসনে ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। ভোট গণনা হবে ২৬ এপ্রিল।

নির্বাচনে ২,৫০০-এর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। দিল্লি নির্বাচন কমিশন ১৩,০২২ বুথের ব্যবস্থা করেছে। তার মধ্যে ৩,২৮৪ বুথ সংবেদনশীল এবং ১,৪৬৪টি বুথ অতি সংবেদনশীল বলে চিহ্নিত করা হয়েছে। মোট ভোটদাতাদের সংখ্যা ১,৩২,১০,২০৬।  শৃঙ্খলাভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে ভোট কেন্দ্রগুলিতে বিশাল পুলিশবাহিনী মোতায়ন করা হয়েছে।

প্রার্থী পছন্দ না হলে ভোটদাতারা NOTA বোতাম দাবাতে পারবেন। পৌরসভা নির্বাচনে এই প্রথম NOTA অপশন চালু করা হয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oyoscP

April 23, 2017 at 11:48AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top