বাইসনের হামলায় কোচবিহারে জখম ২

নিশিগঞ্জ ও খোকসাডাঙ্গা, ৯ এপ্রিলঃ ফের লোকালয়ে ঢুকে দু’জনকে গুরুতর আহত করল একটি বাইসন। রবিবার সকালে কোচবিহার জেলার বিভিন্ন গ্রামে বাইসন হামলা চালায়। এই ঘটনায় আহত দু’জনকে কোচবিহার এমজেএন হাসপাতালে ভরতি করা হয়।

জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় গ্রামের ডাঙ্গা এলাকায় দুটি বাইসন ঢুকে পড়ে। বাঁকাঝাড়ে একটি বাইসনকে দেখে জনৈক গ্রামবাসী পুলিশে খবর দেন। নিশিগঞ্জ ফাঁড়ির ওসি জি ভুটিয়া কোদালিখেত গ্রামে গিয়ে গ্রামবাসীকে সতর্ক করে দেন। রবিবার সকালে একটি বাইসন কোচবিহার-মাথাভাঙ্গা রাজ্য সড়ক পার হয়ে চিলকিরহাট গ্রামপঞ্চায়েতের মোরঙ্গাবাড়ি এলাকায় চলে যায়। খবর পেয়ে মোরঙ্গাবাড়ি গ্রামে ধানখেতের মধ্যে একটি বাইসনকে ঘুমপাড়ানি গুলিতে কাবু করেন বনকর্মীরা।

অপর বাইসনটি মধুপুর গ্রাম পঞ্চায়েতের বাঁশদহ নতিবাড়ি এলাকায় ঢুকে পড়ে। সকাল ৯টায় বনকর্মীরা সেটিকেও ঘুমপাড়ানি গুলি করে ধরে ফেলেন। দুটি বাইসনই ধরা পড়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেন এলাকার মানুষ। বাইসন দুটিকে চিকিত্সার পর জলদাপাড়া অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে বলে জানান বনকর্মীরা।



from Uttarbanga Sambad http://ift.tt/2of4tCd

April 09, 2017 at 07:54PM
09 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top