বীরভূমে গোষ্ঠী সংঘর্ষে মৃত ৯

বীরভূম, ২১ এপ্রিলঃ বীরভূমে বোমা বিস্ফোরণে মৃত কমপক্ষে ৯ জন, গুরুতর আহত ১২ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গিয়েছে।

সুত্রের খবর, বালি মাফিয়াদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শুক্রবার সকাল থেকেই উতপ্ত হয়ে ওঠে বীরভূমের লাভপুর থানার দরবারপুর গ্রাম। বালি মাফিয়াদের দুটি গোষ্ঠীর সংঘর্ষে এলাকা রণক্ষেত্রর চেহারা নেয়। বাড়ি ঘর ভাঙচুর করা হয়, লুটপাট চলে ব্যাপক। দুপুরের পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। এলাকা দখল করতে আবারও মাঠে নামে দুই গোষ্ঠী। চলে ব্যাপক বোমা ও গুলি।

স্থানীয় সুত্রে খবর, বেলা ২টা নাগাদ বোমা বাঁধতে গিয়ে সদ্য বানানো বোমা ও মজুদ বোমা বিস্ফোরন ঘটে। তীব্র শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনায় ৯ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ প্রশাসন সুত্রের খবর। যদিও স্থানীয় গ্রামবাসীদের দাবী ঘটনাস্থলেই অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতের সংখ্যা ১২। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে জানান গিয়েছে।

আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

এদিনের ঘটনা নিয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছে জেলা পুলিশ। জেলা পুলিশের এক কর্তা জানান যদিও পরিস্থিতি নিয়ন্ত্রনে এলেও এলাকা এখন থমথমে রয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2oxq5ql

April 21, 2017 at 06:36PM
21 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top