কৃষি প্রশিক্ষণ শিবির

ঘোকসাডাঙা (মাথাভাঙা), ২৮ এপ্রিলঃ মাথাভাঙ্গা ২ নং ব্লকের খট্টিমারী প্রেমেরডাঙ্গা গ্রামপঞ্চায়েতে কৃষি দপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হল একদিনের কৃষক প্রশিক্ষণ শিবির। আতমা প্রকল্পধীন এই শিবিরে চাষের বিভিন্ন পদ্ধতি ও সমস্যার খুঁটিনাটি ছিল আলোচনার বিষয়বস্তু। সারের যথাযথ ব্যবহার, মাটির স্বাস্থ্য নিয়ন্ত্রণ, জৈব প্রদ্ধতিতে চাষ এবং শ্রী প্রদ্ধতিতে ধান চাষ, পাটের সঙ্গে সবজি চাষ ও সারি সারি করে পাট চাষ, ধানের ও পাটের রোগ নিয়ন্ত্রণ সহ একাধিক বিষয়ে আলোচনা করা হয়। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ২ ব্লকের সহ-কৃষি অধিকর্তা মলয় কুমার মণ্ডল, সহ-কৃষি অধিকর্তা (বিষয়বস্তু) আবুবক্কর সিদ্দিক, বিটিএম, এটিএম ও কেপিএস।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2qm0cv1

April 28, 2017 at 05:12PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top