মুম্বাই, ১১ এপ্রিল- সালমান খানকে তাঁর ভক্তেরা নানা রকম অবতারে দেখেছেন। কখনও তিনি আবির্ভূত হয়েছেন নায়ক হিসেবে, কখনও বা দেখা দিয়েছেন গায়কের ভূমিকায়। তিনি যে ছবি আঁকার কাজেও বেশ দক্ষ, তারও প্রমাণ মিলেছে। তাঁর ভক্তদের কাছে সলমন যথার্থই অল-রাউন্ডার। কিন্তু এমন একটি কাজ অন্তত রয়েছে, যেটা সালমান খানও পারেন না। নিজের মুখেই সেটা স্বীকারও করেছেন। মঙ্গলবার সালমান গিয়েছিলেন একটি বই-উদ্বোধন অনুষ্ঠানে। আশা পারেখের লেখা বই দা হিট গার্ল উদ্বোধনের জন্য ডাকা হয়েছিল সালমানকে। সেই বইয়ের উদ্বোধনে গিয়েই নিজের এই অক্ষমতার কথা স্বীকার করেন সালমান। ৫১ বছরের অভিনেতা বলেন, আমার মনে হয়, একটা বই লিখে ফেলা সব থেকে সাহসিকতার কাজ। আমার নিজের পক্ষে কোনও দিন কোনও বই লেখা সম্ভব নয়। সালমান জানান, এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে তিনি অত্যন্ত খুশি। তিনি আরও বলেন, আশা আন্টি, আপনাকে অজস্র ধন্যবাদ। এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কোনও যোগ্যতাই আমার নেই। ফলে আমি বুঝতেও পারছি না যে, কী বলব। আশাজি যে প্রজন্মের মানুষ ছিলেন, সেই প্রজন্ম পেশগাত এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রেই সবচেয়ে পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত ছিল। কাজেই বইটি সকলের পড়া উচিত। কারণ এই বই আমাদের নীতিবোধ এবং মূল্যবোধা শিক্ষা দিতে পারে। দা হিট গার্ল যে কোনও ব্যক্তিকে মানুষ হিসেবে উন্নত করবে। নিজে মুখে সালমান এ কথা বলছেন ঠিকই যে, তিনি লিখতে পারেন না, কিন্তু দা হিট গার্ল-এর ভূমিকা কিন্তু তিনিই লিখেছেন। ফলে তাঁর বক্তব্য কতটা সৎ স্বীকারোক্তি আর কতটা বিনয়োক্তি সেই নিয়ে সন্দেহ রয়েছে। আশা পারেখের এই বই অবশ্য তিনি নিজে লেখেননি। বইটি অনুলিখন করেছেন চলচ্চিত্র সমালোচক এবং পরিচালক খালিদ মহম্মদ।
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ovzcvp
April 12, 2017 at 02:46AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন