বর্ষবরণের প্রভাতফেরিতে সাংসদ-বিধায়ক, মামলা দায়ের প্রশাসনের

রায়গঞ্জ, ১৬ এপ্রিলঃ বর্ষবরণকে সাক্ষী রাখতে রায়গঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে বৃক্ষরোপণের মাধ্যমে পালিত হয়েছিল শনিবারের প্রভাতফেরি। সাংসদ মহম্মদ সেলিম, বিধায়ক মোহিত সেনগুপ্ত, প্রাক্তনমন্ত্রী শ্রীকুমার মুখার্জি, হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্রনাথ রায় সহ বহু বিধায়দের পাশাপাশি বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক , শিক্ষিকা ও সাংস্কৃতিক কর্মীরা শনিবার এই প্রভাতফেরিতে অংশগ্রহণ করেছিলেন। এই ঘটনায় প্রসাসনের অনুমতি ও নির্বাচনী  বিধি লঙ্ঘনের অপরাধে ভারতীয় দন্ডবিধির ১৮৮ ধারায় মোহিত সেনগুপ্ত সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে জেলা প্রশাসন। অভিযোগ, প্রভাতফেরির নামে হয় জোটের ভোট প্রচার। তার প্রমাণ মেলায় এই মামলা দায়ের করা হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রের খবর।



from Uttarbanga Sambad http://ift.tt/2pqkq7a

April 16, 2017 at 10:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top