ধোনিকে ভর্ৎসনা আইপিএলের নিয়ম ভঙ্গের অপরাধে

নয়াদিল্লি, ৭ এপ্রিলঃ বৃহস্পতিবার আইপিএলে রাইজিং পুনে এবং মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধি ভঙ্গ করার অপরাধে মহেন্দ্র সিংহ ধোনিকে ভর্ৎসনা করা হল। কিন্তু কেন ম্যাচ রেফারি মনু নায়ার এমএসকে ভর্ৎসনা করলেন তা পরিস্কার করে জানানো হয়নি আইপিএল কর্তৃপক্ষের তরফে।

তবে মুম্বই ইন্ডিয়ান্সের কায়রন পোলার্ডের বিরুদ্ধে এলবিডব্লিউ এর আবেদন খারিজ করে দেন আম্পায়ার। তখনই ধোনি মজার ছলে ডিআরএস চান। সেই ঘটনার জন্যই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ম্যাচ শেষে ধোনিও অবশ্য অপরাধ স্বীকার করে নিয়েছেন।

 



from Uttarbanga Sambad http://ift.tt/2oQqZzO

April 07, 2017 at 06:44PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top