ঢাকা, ১৫ এপ্রিল- টেস্ট ক্রিকেট দিয়ে ক্যারিয়ার শুরু করেছিল তরুণ টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অভিষেকেই তাক লাগিয়ে দিয়েছেন পুরো ক্রিকেট বিশ্বকে। ইংলিশ বধের এ নায়ক কিছুদিন আগেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) এবারের আসরের প্রথম বারের মত ত্রিনবাগো নাইট রাইডার্স হয়ে খেলবেন। অস্ট্রেলিয়ান স্পিন তারকা ব্র্যাড হগের পরিবর্তে সুযোগ পেয়েছেন মিরাজ। প্রথমবারের মতো সিপিএলে খেলার সুযোগ পেয়ে স্বভাবতই বেশ উচ্ছ্বসিত তরুণ অলরাউন্ডার মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই বাজিমাত করা মিরাজ এই প্রসঙ্গে শনিবার মিরপুর একাডেমি মাঠে সাংবাদিকদের বলেন, সিপিএলে সুযোগ পাওয়া আমার জন্য সুখবর। আমাদের দেশের মানুষের জন্যও সুখবর। জাতীয় দলের জুনিয়র ক্রিকেটার হিসেবে সিপিএলের মতো বড় টুর্নামেন্টে সুযোগ পাওয়া একটি দারুণ অভিজ্ঞতা উল্লেখ করে মিরাজ বলেন, এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ ও ভালো বিষয়। যেহেতু আমি জুনিয়র তাই এখান থেকে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাব। আগামী মাসে আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও বাংলাদেশের অংশগ্রহণে ডাবলিনে অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এই সিরিজের পরের মাসেই ইংল্যান্ডে মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। এই দুই টুর্নামেন্টের জন্য পুরোদমে অনুশীলন করছেন মিরাজ। পাশাপাশি ঢাকা প্রিমিয়ার লীগে ভালো খেলার জন্যও ঘাম ঝরাচ্ছেন তিনি। মিরাজ বলছেন, সামনে আমাদের আয়ারল্যান্ড সফর ও চ্যাম্পিয়নস ট্রফির টাইট শিডিউল আছে। সেখানে চ্যালেঞ্জটা বড়। তাছাড়া প্রিমিয়ার লীগ তো চলছে, তাই ভালো পারফরমেন্সের জন্য অনুশীলন করছি। উল্লেখ্য চলতি ঢাকা প্রিমিয়ার লীগের আসরের প্রথম ম্যাচেই গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৫২ রানের এক ঝলমলে ইনিংস খেলেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে ১০ ওভারে ২ উইকেটও শিকার করেছেন তিনি। আর/১০:১৪/১৫ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oC7CfS
April 16, 2017 at 05:51AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন