চলল জাতীয়সংগীত, দোটানায় সিটবেল্ট বাঁধা যাত্রীরা

হায়দরাবাদ, ২৩ এপ্রিলঃ অবতরনের প্রাক্ মুহূর্তে হটাৎ বেজে উঠল জাতীয় সংগীত। দোটানায় যাত্রীরা। একদিকে পাইলটের নির্দেশ মেনে নিরাপত্তার স্বার্থে সিটবেল্ট বেঁধেছেন, অপরদিকে জাতীয় সংগীতের জন্য কিভাবে শ্রদ্ধা জানাবেন তা বুঝে উঠতে পারছেন না তিরুপতি থেকে হায়দরাবাদগামী স্পাইসজেটের যাত্রীরা। ১৮ এপ্রিল স্পাইস জেটের এসজি১০৪৪ ফ্লাইটের ঘটনা।

বিষয়টি নিয়ে কয়েকজন যাত্রী অভিযোগ জানান। কেন জাতীয় সংগীতকে অবমাননা করল বিমান কর্তৃপক্ষ সেবিষয়ে সংস্থাকে তলব করা হলে প্রথমেই ক্ষমা চেয়ে নেয়। দাবি, ভুল করে চলেছিল জাতীয় সংগীত। আগে থেকে রেকর্ড করা একটি ঘোষণার সঙ্গে বিমানের নিজস্ব প্লে লিস্টে যোগ হয়ে গিয়েছিল জাতীয় সংগীত। বিমানে উপস্থিত এক কেবিন ক্রুর অনিচ্ছাকৃত ভুলের জন্য এমন অবস্থার সম্মুখীন হতে হয়েছে বলে জানান বিমান সংস্থার মুখপাত্র।



from Uttarbanga Sambad http://ift.tt/2pSd8JN

April 23, 2017 at 05:19PM
23 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top