কিংস্টন, ২৭ এপ্রিল- দিবারাত্রির টেস্ট ম্যাচ, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট, অনেকে আবার টেস্ট ম্যাচ চারদিনে করারও প্রস্তাব করেছেন ক্রিকেটের এই ফরম্যাটকে আরও জনপ্রিয় ও আকর্ষনীয় করার জন্য। পাঁচদিন পর যখন কোনো ম্যাচ ড্র হয়ে যায়, পুরো আকর্ষণটাই ম্যাড়ম্যাড়ে হয়ে যায়। এবার সেই ম্যাড়ম্যাড়ে ভাব দূর করতে একটি চমকপ্রদ প্রস্তাব দিলেন ক্রিকেটের বরপুত্র ব্রায়ান লারা। টেস্ট ক্রিকেট থেকে ড্র তুলে দেওয়ার প্রস্তাব দিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই কিংবদন্তি ব্যাটসম্যান। এতে টেস্ট আরও আকর্ষণীয় হবে বলে মনে করছেন টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের এই মালিক। বর্তমানে টেস্ট ম্যাচগুলোতে অবশ্য হার-জিতের পরিমাণ বেড়েছে। তবে কোনো একটি দল জিতবেই এই আকর্ষণ ধরে রাখতে পারলে মানুষ আরও বেশি বেশি টেস্ট দেখবে বলেই ধারণা লারার। টেস্ট ক্রিকেটের এক ইনিংসে রেকর্ড ৪০০ রান করা লারা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, আমার সঙ্গে এক আমেরিকানের কথা হচ্ছিলো। তার অভিযোগ হচ্ছে, একটা ম্যাচ পাঁচদিন ধরে খেলার পর কীভাবে ড্র হয়! আমারও মনে হয়, প্রতিটি টেস্টে হার-জিত দেখতে ভালোই লাগবে। আমি জানি, এখন ৭০ ভাগ ম্যাচে স্বাভাবিকভাবেই হার-জিত দেখা যায়। তবে আমরা একটা নিয়ম করে দিতে পারি। পাঁচ দিনে ৪৫০ ওভারের মতো খেলা হয়। সুতরাং, একটা ফর্মুলা তো বের করাই যায়, যেটা দিয়ে হার-জিত নিশ্চিত হবে। ২০০৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। টি-টোয়েন্টি ক্রিকেটের শুরুর দিকেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন এই কিংবদন্তি। তাই লারার কখনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলা হয়নি। তবে এ সংস্করণটি ক্রিকেটের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করেছে বলেই মনে করেন ৪৭ বছর বয়সী লারা। বলেন, টি-টোয়েন্টি অনেক দর্শক এনেছে। আমার এটা দেখে ভালো লাগে। এটা আমেরিকা বা অন্য বড় দেশগুলোতে ছড়িয়ে দেওয়া উচিত। সূত্র: নিউজিল্যান্ড হেরাল্ড আর/১২:১৪/২৭ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2p5dqi3
April 27, 2017 at 07:03AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top