প্লাবন ভূমিতে মেগা মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে লাকসামে মতবিনিময় সভা

লাকসাম প্রতিনিধি ● লামনা প্লাবন ভূমিতে মেগা মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। লাকসাম ফেয়ারফিড লিমিটেডের সার্বিক সহযোগিতায় রবিবার বিকেলে লাকসাম গালফ হোটেল কমিউনিটি সেন্টার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। মাওলানা মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও লামনা প্লাবন ভূমিতে মৎস্য চাষ প্রকল্প ১ এর মহাব্যবস্থাপক জাফর ইকবাল বাচ্চুর সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন লাকসাম ফেয়ার ফিড লিঃ এর চেয়ারম্যান ও লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মীর মোঃ আবু বাকার।

এতে বিশেষ অতিথি ছিলেন লাকসাম ফেয়ার ফিড লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের নির্বাহী পরিচালক মোঃ রফিকুল ইসলাম হেলাল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব রফিকুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইলিয়াছ কোম্পানী, লাকসাম সাব রেজিঃ অফিস দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- আলহাজ্ব সফিকুর রহমান মজুমদার (ফেনুয়া), মোঃ ইয়াছিন ফরাজী (ফেনুয়া), ফখরুল ইসলাম মজুমদার বাহার (ফেনুয়া), আবদুস সাত্তার (পুজকরা) মাওঃ আব্দুল মালেক (গজারিয়া), ডাঃ খোকন মিয়া (কাটুনীপাড়া), মোঃ সেলিম মিয়া (টুগুরিয়া), আঃ মতিন (সাতেশ্বর), মোবারক হোসেন (সাতেশ্বর), আলী আহসান বাবুল( হাতিমারা) প্রমুখ।

লাকসাম-মনোহরগঞ্জ, নাঙ্গলকোট উপজেলার একাংশ প্লাবন ভূমিতে মেগা মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে লাকসাম ফেয়ার ফিড লিঃ এর সহযোগিতায় উদ্যোক্তারা সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছেন।  প্রকল্প বাস্তবায়ন হলে অত্র অঞ্চলের পরিত্যাক্ত ও প্লাবন ভূমির মালিকরা অর্থনৈতিক ভাবে লাভবান হবেন। লাকসাম ফেয়ার ফিড লিঃ এর চেয়ারম্যান ও লাকসাম ফেয়ার হেলথ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মীর মোঃ আবু বাকার জানান লামনা এলাকায় প্লাবন ভূমি বর্ষাকালে জমির মালিকরা তেমন একটা লাভবান হয় না। মেগা মৎস্য চাষ প্রকল্প বাস্তবায়নে সকলের সহযোগিতা পেলে অত্র অঞ্চলের জমির মালিকরা লাভবান হবেন এবং প্রকল্পের লভ্যাংশ থেকে স্থানীয় মসজিদ মক্তব উন্নয়নে অনুদান প্রদান করা হবে।



from ComillarBarta.com http://ift.tt/2pT1EWw

April 23, 2017 at 10:57PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top