কলকাতা, ১৪ এপ্রিল- পুজা শেষে ট্রেনে করে বাড়ি ফিরছিলেন পাঁচ তরুণ। কিন্তু বাড়ি আর ফেরা হলো না। সেলফি তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়লেন চার তরুণ। অপর একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কলকাতার দমদম পার্ক এলাকার পাঁচ যুবক হুগলির তারকেশ্বরের শিবমন্দিরে পূজা দিতে গিয়েছিলেন। সেখান থেকে তারা ট্রেনে করে লিলুয়ায় নামেন। এরপর অন্য একটি লোকাল ট্রেনে বাড়ি ফেরার জন্য ওঠেন। এ সময় একজন সেলফি তোলার জন্য ট্রেনের গেটে আসেন। তখন ট্রেনের গতি কম ছিল। হঠাৎ হাত থেকে ফোন পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি ট্রেন থেকে লাফ দেন। এতে তিনি গুরুতর আহত হন। ট্রেন স্টেশনে পৌঁছনোর পর বন্ধুর খোঁজে তিন এবং চার নম্বর লাইনের মাঝ বরাবর লিলুয়ার দিকে হাঁটতে শুরু করেন চার সঙ্গী। ওই দুটি লাইন ধরেই আসছিল লোকাল ট্রেন। দুই লাইনের মাঝখানে পড়ে যান তারা। তার পরেই একসঙ্গে ছুটতে শুরু করেন তিন নম্বর লাইন ধরে। পরে বর্ধমান লোকাল ট্রেনের নিচে কাটা পড়েন চারজনই। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাকি একজন হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আর/১৭:১৪/১৪ এপ্রিল
from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2nMjIE3
April 15, 2017 at 12:15AM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন