মঙ্গলেও আলু চাষ সম্ভব, দাবি বিজ্ঞানীদের

লিমা (পেরু), ১ এপ্রিলঃ ‘লালগ্রহ মঙ্গলের রুক্ষ জমিতেও আলু ফলানো সম্ভব’, দাবি করেছে ইনটারন্যাশনাল পট্যাটো সেন্টার। পেরুর লিমায় অবস্থিত ওই সংস্থার তরফে জানানো হয়, তারা কৃত্রিম উপায়ে মঙ্গল গ্রহের অনুরূপ আবহাওয়া তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের আলু চাষ করে দেখেছে। তাদের পরীক্ষা সফলও হয়েছে। কতটা চূড়ান্ত প্রতিকূল আবহাওয়ায় আলুর ফলন হতে পারে, পরীক্ষা হয়েছে তা নিয়েও।

তারা জানিয়েছে, মঙ্গলের হুবহু আবহাওয়া তৈরি করতে সাহায্য নেওয়া হয়েছিল নাসার। তৈরি হয়েছিল ‘কিউবস্যাট’। এটা গ্রিনহাউসের মতো এমন একটি বদ্ধ ঘর, যাতে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। কিউবস্যাটের তাপমাত্রা, বাতাসের চাপ, অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের মাত্রা সবই মঙ্গল গ্রহের মতো করে রাখা হয়। এই কিউবস্যাটের মধ্যেই আলুর কন্দ পুঁতে চাষ করা হয়। তাদের আরও দাবি, এই পরীক্ষা শুধু মঙ্গলে আলু চাষ সম্ভব কি না, তারই ধারণা দেবে না, পাশাপাশি, পৃথিবীতে কতটা প্রতিকূল পরিবেশে আলু চাষ সম্ভব সে সম্পর্কে স্পষ্ট তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান নির্মাণেও সাহায্য করবে।

তবে, মঙ্গলের মাটিতে আলু চাষ করার ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে, তা নিয়েই এখন গবেষণা এগোচ্ছে নাসা ও পেরুর বিজ্ঞানীদের।



from Uttarbanga Sambad http://ift.tt/2oKgwVK

April 01, 2017 at 06:48PM
01 Apr 2017

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top