এটোয়া ( উত্তরুরদেশ), ২১ এপ্রিলঃ চার লক্ষ টাকা বিদ্যুৎ বিল বাকি ফেলেছেন সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদব। তার জেরে বৃহস্পতিবার এটোয়ায় তাঁর প্রাসাদে হানা দেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। তাঁদেরই একজন জানিয়েছেন, সমাজবাদী পার্টির নেতাজির বাংলোয় ৫ কেভি-র লাইন ছিল। সেই লাইনে ওভারলোডিং-এর জন্য অন্তত আটবার বিস্ফোরণ হয়েছে। এবার নেতাজির প্রাসাদে সরেজমিনে পরীক্ষা চালিয়ে তাঁকে ৪০ কিলোওয়াটের লাইন দেওয়া হয়েছে। অবশ্যই নেতাজিকে বকেয়া বিদ্যুৎবিল মেটাতে হবে। বেশি ক্ষমতাসম্পন্ন লাইন নেওয়ার জন্য অতিরিক্ত টাকাও গুণতে হবে।
এতদিন কেন এমন অভিযান করা হয়নি ? উত্তরে বিদ্যুৎ দপ্তরের ওই কর্তা বলছেন, আমাদের কাছে আগে ৪০ কিলোওয়াটের মিটার ছিল না। তাই এমন অভিযান চালানো যায়নি। এখন ওই ধরনের মিটার এসেছে। তাই অভিযানও শুরু হয়েছে।
রাজনৈতিক মহল অবশ্য দুটো অন্য কথা বলছে। প্রথমত, উত্তরপ্রদেশের নয়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভিআইপি কালচার বন্ধ করার যে বার্তা দিয়েছেন তারই বাস্তব রূপায়ণ এ ধরনের অভিযান। আর দ্বিতীয় বার্তা হল, ভিআইপি ট্রিটমেন্ট আর নয়, বিরোধী শিবিরে সেকথা পৌঁছে দিতে চান যোগী আদিত্যনাথ।
from Uttarbanga Sambad http://ift.tt/2pJg6A6
April 21, 2017 at 11:08AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন