ইরাক প্রধানমন্ত্রীর সেনাবাহিনী পরিদর্শন

16fa9_ইরাক_long
ঢাকা: পশ্চিম মসুলে ইরাকি সেনাবাহিনী পরিদর্শনে গেছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি। আইএস নির্মূলে ইরাকের সেনাবাহিনীর কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্যই তিনি পশ্চিম মসুলে গিয়েছিলেন বলে জানা যায়।

পশ্চিম মসুলের আল-টানাক শহরে আইএস দমনে এগিয়ে যাচ্ছে ইরাকের সেনাবাহিনী। মসুলের প্রায় ৫০ শতাংশ এখন ইরাকের সেনাবাহিনীদের দখলে চলে এসেছে। বাকী অংশ দখলে এখন বেশ সক্রিয় ভূমিকা পালন করছে আল-আবাদি সরকার।

এদিকে, আল-মুশাহিদ এলাকায় কিছু ইরাকি পুলিশ কর্মকর্তাকে হত্যা করেছে আইএসের সদস্যরা। এমনটি দাবি করেছে গোষ্ঠীটি। আল-থাওয়ারা জেলায় ইরাকি সোয়াট ফোর্সের সদস্যদের ওপর হামলা চালায় বলেও দাবি করে আইএস। এ হামলায় ১০ জন সোয়াট গ্রুপের সদস্য নিহত হয় বলে জানায় আইএস।

অন্যদিকে, ইরাকের স্থানীয় গণমাধ্যমের মতে, আল-থাওয়ারা দখলের পর ইরাকি সৈন্যরা আল- জিনজিলি দখলের উদ্দেশ্যে এগিয়ে যাবে। জিনিজিলিতে ইরাকি সৈন্যরা জয় লাভ করলে পুরো পশ্চিম মসুল ইরাক সরকারের নিয়ন্ত্রণে চলে আসবে।



from মধ্যপ্রাচ্য ও দূরপ্রাচ্য – দ্যা গ্লোবাল নিউজ ২৪ http://ift.tt/2o6NIL9

April 20, 2017 at 02:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top