ঢাকা, ১৮ এপ্রিল- অনেকদিন ধরেই ভিজুয়াল মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি নেই মডেল ও অভিনেত্রী সাবিলা নূরের। সাবিলার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, গত ২৫ মার্চ যুক্তরাষ্ট্রে বোনের বাসায় গেছেন এই মডেল তারকা। ঠিক এ সময়েই তার অনুপস্থিতির সুযোগ নেয় একদল অনলাইন দুষ্কৃতকারী। বিদেশি ওয়েবসাইট থেকে একটি স্ক্যান্ডাল ভিডিও নিয়ে সেটাকে সাবিলা নূরের হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাবিলার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও ভক্তরা এই অপচেষ্টাকে আটকে দেয়। ঘটনা কয়েকদিন আগের হলেও সোমবার দিবাগত রাতে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর বিষয়টিকে অশ্লীল আখ্যা দিয়ে বলেছেন, এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিল। সাবিলা বলেন, আরো আগেই এ ব্যাপারে বলতে চেয়েছিলাম কিন্তু এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিলো। কিন্তু গত কয়েকদিনে অনেক অনেক দূর থেকেও আমার ভক্ত, শুভাকাঙ্খী, বন্ধু আর কলিগদের এতো ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি যে শুধু তাদের কারণেই কিছু বলার প্রয়োজন মনে করছি... ভিডিওটির মেয়ে তিনি নন উল্লেখ করে সাবিলা বলেন, আপনি জানেন ভিডিওর মেয়েটি আমি নই, এখন জানা আর মানার মধ্যে পার্থক্য অনেক। যদি মেয়েটিকে সাবিলা ভেবেই আপনার ভালো লাগে তাহলে আমার হাজার বিবৃতিতেও আপনার মনের পরিবর্তন হবে বলে আশা করি না। শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, যারা পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই। এছাড়া হৃদয়ের গভীর থেকে পাশে থাকা মানুষগুলোর প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন সাবিলা নূর। আর/১৭:১৪/১৮ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2ojRRri
April 19, 2017 at 12:40AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top