খড়দহে দুষ্কৃতী হামলা, গুলিবদ্ধ এক মহিলা

খড়দহ, ৮ এপ্রিলঃ সোনারপুরে সোনার দোকানের পর এবার দুষ্কৃতী হামলা চলল খড়দহের এক স্বর্ণঋণদানকারী সংস্থায়। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে এক মহিলা গ্রাহক। গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্রের খবর, এদিন সকাল ১০টা নাগাদ ওই ঋণদানকারী সংস্থার অফিস খোলা হয়। ঠিক সেইসময়ই বন্দুক হাতে নিয়ে হানা দেয় ৩ দুষ্কৃতী। অফিসে নিরাপত্তারক্ষী তাদের বাধা দিতে পারেননি। ইতিমধ্যেই সেখানে এক মহিলা গ্রাহক অফিসে ঢোকেন। ডাকাতির কথা বুঝতে পেরে চিত্কার শুরু করেন। ওই মহিলাকে থামাতে তাঁর উপর গুলি চালায় দুষ্কৃতীরা। ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ব্যারাকপুর থানার পুলিশ। গুরুতর অবস্থায় ওই মহিলা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

বেশকয়েক ভরি সোনার গয়না এবং নগদ টাকা লুঠ করা হয়েছে বলে জানা গিয়েছে।



from Uttarbanga Sambad http://ift.tt/2npPFlK

April 08, 2017 at 06:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top