হায়দরাবাদ, ২৪ এপ্রিলঃ এক মহিলাকে সৌদি আরবে গৃহপরিচারিকার কাজের টোপ দিয়ে বিক্রির অভিযোগ উঠল আক্রাম এবং সাফি নামে দুই এজেন্টের বিরুদ্ধে।
জানা গিয়েছে, হায়দরাবাদের বাবানগরের সি ব্লকের বাসিন্দা সালমা বেগম (৩৯)। ২১ জানুয়ারি তাঁকে সৌদিতে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে তাঁর উপর অত্যাচার শুরু হয়। সালমা দেশে ফিরতে চাইলেও সে অসহায়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনো লাভ হচ্ছে না বলে সালমার মেয়ে সামিনার দাবি। সৌদিতে বিদেশি কর্মীদের স্থানীয় অভিভাবক হিসেবে ‘কাফিল’রা কাজ করে। তাদের অনুমতি ছাড়া সৌদির বাইরে বা ভিতরে কেউ ঢুকতে পারে না। অভিযোগ পেয়ে কাঞ্চনবাগ থানার পুলিশ আক্রামকে ডেকে পাঠিয়েছে। সামিনা এখন তেলেঙ্গানা এবং কেন্দ্রীয় সরকারের কাছে তাঁর মাকে দেশে ফিরিয়ে আনার কাতর আবেদন জানিয়েছেন।
from Uttarbanga Sambad http://ift.tt/2pa3TEZ
April 24, 2017 at 08:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.