মুম্বাই, ১৬ এপ্রিল- ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার প্রেম একসময় অনেকটাই গোপন ছিল। তবে এখন লুকোচুরি করার কিছুই নেই। বলতে গেলে তাদের সম্পর্ক এখন ওপেন সিক্রেট। দুজনের সম্পর্কের বন্ধনটা আগের যেকোনো সময়ের চেয়ে ভালো চলছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। যার সর্বশেষ প্রমাণ কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের প্রোফাইল পিক-এ দুজনের ছবি স্থান পাওয়া। শুধু তাই নয়, কোহলি তার পোস্টে লিখেছিলেন, আমার জীবনের অন্যতম একজন নারী আনুশকা। সে না হলে আমার জীবন অপূর্ণ। এদিকে এরপর থেকেই বিরাট ও আনুশকাকে বিভিন্ন স্থানে একসঙ্গে ডেটিংরত অবস্থায় আবিষ্কার করা গেছে। ব্যস্ততার ফাঁকে ঘনিষ্ঠ সময় কাটাচ্ছেন দুজন। সব মিলিয়ে যেন উড়ছেন এ প্রেমিক যুগল। এদিকে আনুশকা একটি সাক্ষাৎকারে সম্প্রতি বলেছেন, কোহলি আসার পর আমার জীবন বদলে গেছে। আমরা অনেক ব্যস্ত থাকি। কিন্তু সময় পেলেই একজন আরেকজনকে সময় দেয়ার জন্য ছুটে আসি। এই বিষয়গুলো মেইনটেইন করা খুব কঠিন। কিন্তু আমরা তা করে আসছি। আর/১৭:১৪/১৬ এপ্রিল



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2oAslio
April 17, 2017 at 12:12AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top