শ্রীনগর, ২৭ এপ্রিলঃ বৃহস্পতিবার ভোররাতে কাশ্মীরের কুপওয়াড়ায় সেনা শিবিরে গ্রেনেড ও স্বয়ংক্রিয় হামলা চালাল জঙ্গিরা। হামলায় একজন ক্যাপ্টেন সহ তিনজন সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো পাঁচজন জওয়ান। তাঁদের চিকিৎসার জন্য শ্রীনগরে আনা হয়েছে। সেনা জওয়ানদের পালটা গুলিতে দুই জঙ্গির মৃত্যু হয়েছে।
সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, ভোর চারটে নাগাদ সূর্য ওঠার আগেই হামলা চালায় জঙ্গিরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, সীমান্ত পেরিয়ে হানা দিয়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা। চৌকিবল এলাকার পাংজামে ওই সেনা শিবিরে হানা দেয় চার জঙ্গির দলটি। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে চিরুণি তল্লাশি চালাতে শুরু করেছে সেনা জওয়ানরা। সেই তল্লাশি চালানোর সময়ই কাছের একটি জঙ্গল এলাকা থেকে দুই জঙ্গির গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। সেনা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এই হামলার পিছনে পাক মদত পাওয়া জয়েস-ই-মহম্মদ জঙ্গিগোষ্ঠীর হাত রয়েছে।
from Uttarbanga Sambad http://ift.tt/2poh5rH
April 27, 2017 at 10:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন