ঢাকা, ২১ এপ্রিল- আগামীকাল শনিবার সকাল ১১ টায় পুরান ঢাকার আরমানিটোলা মাঠে কিংবদন্তী সঙ্গীতশিল্পী লাকী আখন্দের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। এরপরে রাজধানীর আজিমপুর গোরস্থানে এই মহান সুরস্রষ্টাকে সমাহিত করা হবে। রাষ্ট্রীয় কোনো আয়োজন রয়েছে কি না জানতে চাইলে লাকী আখন্দের চাচাতো ভাই জহুরুল ইসলাম আখন্দ কালের কণ্ঠকে বলেন, এখন পর্যন্ত আমাদের সঙ্গে সরকারের পক্ষ থেকে যোগাযোগ কর হয়নি। যোগাযোগ করা হলে বাকিটা ঠিক করা হবে। জহিরুল আখন্দ আরো বলেন, যদি রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার উদ্যোগ নেওয়া হয় তাহলে সকাল ১১টায় প্রথম জানাজার পর হবে। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ছিলেন, সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চই দেবে। উল্লেখ্য, ফুসফুসে আক্রান্ত লাকী আখন্দ শুক্রবার (২১ এপ্রিল) মারা যান। দুপুরের পর এই শিল্পীর শারীরিক অবস্থা গুরুতর খারাপ হলে আজ সন্ধ্যায় আরমানিটোলার বাসা থেকে তাকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানকার চিকিৎসকেরা শিল্পীকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬১ বছর।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://ift.tt/2pZwuMh
April 22, 2017 at 03:39AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top