হিলি, ৩ এপ্রিলঃ জলপাইগুড়ি ও শিলিগুড়ির পর এবার দক্ষিণ দিনাজপুরের হিলি থানার ভিমপুর সীমান্ত এলাকা থেকে বুলেটপ্রুফ কাচের জার ভরতি সাপের বিষ উদ্ধার করল বিএসএফ। উদ্ধার হওয়া বিষের মূল্য আনুমানিক প্রায় ৬ কোটি টাকা বলে বিএসএফ সূত্রে জানা গিয়েছে। তবে, পাচারকারীদের আটক করতে ব্যর্থ হয়েছে বিএসএফ।
রবিবার রাত ৮টা নাগাদ হিলি সীমান্তের ৩ নম্বর ধলপাড়া গ্রাম পঞ্চায়েতের ভীমপুর এলাকা থেকে ওই জার ভরতি সাপের বিষ উদ্ধার করে বিএসএফ। ১৯৯ নম্বর সীমান্ত রক্ষীবাহিনীর সিও বিএস নেগী বলেন, ‘কাঁচের জারের মধ্যে তরল জাতীয় সাপের বিষ ভীমপুর সীমান্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। বিষগুলি সম্ভবত বাংলাদেশ থেকে ভারত হয়ে চিনের কোনো পরীক্ষাগারে নিয়ে যাওয়ার চেষ্টা চলছিল।’
হিলি থানার ওসি সঞ্জয় মুখার্জি জানান, বিএসএফ-এর তরফ থেকে আমাদের হাতে কোনো সাপের বিষ তুলে দেওয়া হয়নি। দিলে আইনগত ব্যবস্থা নিয়ম মেনে নেওয়া হবে।
জেলা বনদপ্তরের আধিকারিক আবদুল রেজ্জাক বলেন, ‘মনে করা হচ্ছে কাঁচের জার ভরতি সাপের বিষ ফ্রান্স থেকে আসতে পারে। পরীক্ষা-নিরীক্ষার জন্য সাপের বিষ ল্যাবে পাঠানো হচ্ছে। ল্যাব থেকে রিপোর্ট আসার পরই বিষয়টি পরিষ্কার হবে।’
from Uttarbanga Sambad http://ift.tt/2otTExH
April 03, 2017 at 10:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন