নিজস্ব প্রতিবেদক ● ভার্চুয়াল ফান টাউনে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৮ দিনিরে “বাঙ্গালী সংস্কৃতির মহা উৎসব ১৪২৪”। প্রথম বর্ষপূর্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে এ আয়োজন করেছে ফান টাউন কর্তৃপক্ষ। ১৩ বৃহস্পতিবার এপ্রিল শুরু হওয়া এ উৎসব চলবে ২০ এপ্রিল পর্যন্ত।
প্রথম দিন বৃহস্পতিবার সকাল ১১টায় বর্ষপূর্তি এবং উৎসবের উদ্বোধন করা হবে। দুপুর ১২টায় থাকবে বাউল গানের পরিবেশনা। ঢাকা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের অংশগ্রহনে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে কনসার্ট।
২০ এপ্রিল পর্যন্ত এ উৎসবে প্রতিদিনই থাকবে নানা ধরনের ব্যাতিক্রমি আয়োজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
ইতিমধ্যেই উৎসবের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ভার্চুয়াল ফান টাউনের ব্যবস্থাপক নুরে আলম জিকো।
from ComillarBarta.com http://ift.tt/2oun9ON
April 12, 2017 at 10:03PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন